কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী ? তা  সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হল।

সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ITSadik সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আমি ছাদিকুর রহমান আমি আজ আপনাদের সামনে আলোচনা করবো কৃত্তিম বুদ্ধিমত্তা-২ নিয়ে। ত তাহলে কথা না বাড়িয়ে কাজে চলে যাই।

🤖🤖🤖 কৃত্তিম বুদ্ধিমত্তা-২ 🤖🤖🤖



মেশিন লার্নিং হলো কৃত্তিম বুদ্ধিমত্তা একটা শাখা।
যে প্রক্রিয়ায় মেশিন নিজেই কম্পিউটার প্রোগ্রামিং ছাড়া কোন কিছু শিখতে পারে (অর্থার সেমুয়েল)।
কাজ শিখানোর উপর ভিত্তি করে মেশিন লার্নিং অ্যালগরিদমকে চার ভাগে করা হয়েছে।

যথাঃ

  • ১.সুপারভাইজ লার্নিং
  • ২.আনসুপারভাইজ লার্নিং
  • ৩.সেমিসুপারভাইজ লার্নিং
  • ৪.রেইনফর্সমেন্ট লার্নিং



★সুপারভাইজড লার্নিংঃ

এই পদ্ধতিটা হলো কোন নির্দিষ্ট তথ্যকে প্রস্তুত করে নতুন তথ্য অনুমান করার জন্য এলগোরিদম এ দেওয়া।
প্রস্তুতকৃত বা প্রশিক্ষিত তথ্য লেবেলকৃত তথ্য (Label Data) বলে

উদাহরণঃ শিক্ষকের শিখানো সুত্র অনুযায়ী সম্পূর্ণ অধ্যায় এর অংক করা।

★আনসুপারভাইজড লার্নিংঃ আমরা যেভাবে কোন কিছু অনুমান করি এই পদ্ধতিটাও অনেকটা সেভাবে কাজ করে। এর জন্য তথ্যকে প্রস্তুত বা প্রশিক্ষিত(ট্রেইন) করতে হয় না।

  • এটি সাধারণ আজানা তথ্যের উপরে কাজ করে।
  • এর তথ্যকে আনলেবেলকৃত তথ্য(Unlabeled Data) বলে।


উদাহরণঃ অনেকগুলো ফলকে তাদের আকার আকৃতি অনুযায়ী আলাদা করার মতো।

★সেমিসুপারভাইজড লার্নিংঃ
 মডেলকে অল্পোসংখ্যাক জানা তথ্যর জন্য প্রস্তুত করে, অধিকসংখ্যক অজানা তথ্যর উপর প্রয়োগ করার পদ্ধতিকে সেমিসুপারভাইজড লার্নিং বলে।

উদাহরণঃ 
একজন মেধাবী শিক্ষার্থীকে একটা কাজ করে দিলে, সে যেভাবে সামান্য ভিন্নতা থাকার শর্তেও নিজের মেধা খাটিয়ে পরবর্তী অনেক গুলো কাজ করে নিতে পারে।

★রেইনফর্সমেন্ট লার্নিংঃ 
এই লার্নিং প্রক্রিয়াটা অন্য সব পদ্ধতির চেয়ে একটু ভিন্ন। এই পদ্ধতিতে মেশিন কোন মানুষের সাহায্য ছাড়াই নিজে নিজে শিখতে পারে। 
উদাহরণঃ 
একটা ছোট বাচ্ছা যেভাবে পরিবেশ থেকে শিখে এবং নিজের জন্য কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারে।





বিঃদ্রঃ ডিপ লার্নি মেশিন লার্নিং এর একটা উপশাখা। সরাসরি কৃত্তিম বুদ্ধিমত্তার শাখা নয়।

✿ফর হেল্পঃ
অবশ্য আপনাদের কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার সম্পূর্ণ দেয়ে হেল্প কারার চেষ্টা করব। ইনশাআল্লাহ!


➥সকল প্রকার টিপস পেতে আমাদের সাইটে ভিজিট করুন । 
➥আরো এইরকম অন্যান্য পোস্ট পড়তে আমাদের সাইটের সাথে থাকুন।

সবাই ভালো থাকবেন ধন্যবাদ

আমার ফেসবুক : Sadikur Rahman Mejan

আমার সাইট ভিজিট কারার অনুরুধ রইল।
সাইট লিঙ্কঃ
খোদা হাফেজ

Leave a Comment