করোনার ধাক্কা সামলে রোববার (১৪ নভেম্বর) থেকে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা।সম্পূর্ণ এক নতুন পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের পরীক্ষা। এ বছর এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী।
করোনাভাইরাস (কোভিড-১৯)-এর কারণে এবার পরীক্ষার হলে প্রতি বেঞ্চে বসবে একজন শিক্ষার্থী। কেন্দ্রের বাইরে অভিভাবকদের জমায়েত নিয়ন্ত্রণে থাকবে কড়াকড়ি।ঢাকা মহানগরে পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলবে। শুক্রবার (১২ নভেম্বর) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।পরীক্ষার আয়োজনে স্বস্তি অভিভাবকদের। তবে দ্রুত ফল প্রকাশ করে নতুন শিক্ষাবর্ষ শুরুর দাবি তাদের।
Leave a Comment